বিটরুট কি ও এটি আপনি কেন খাবেন?



আপনি যদি বিটরুট কী ও এটি আপনি কেন খাবেন তা জেনে না থাকেন তাহলে আসুন জেনে নিন বিটরুট মূলত কী ও এটি আপনি কেন খাবেন। আমরা অনেকে জায়গার মানুষেরা এখনো  জানিনা বিটরুট জিনিসটা কী, বিটরুট হচ্ছে একটি মূল সবজি। তবে অনেকেই এটিকে সবজি বা একটি ফল ভাবে, এটি মূলত একটি সবজি। কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে, এখন পর্যন্ত অনেকেই জানে না যে বিটরুট টা আবার কি জিনিস। অনেকে এখন পর্যন্ত দেখেউনি, আবার অনেকেই এই সবজিটা সোশ্যাল মিডিয়া (social media) বা বিভিন্ন স্থানে দোকানে, বাজারে দেখে থাকলেও  এই সবজিটা  সম্পর্কে কিছুই জানে না।

জেনে নিন বিটরুট আবার কী ও এটি আপনি কি কারনে খাবেন এর উপকারিতা গুলো কী কী। আশা করি কনটেন্ট টি আপনাদের যেন আনন্দ সহকারে পড়তে ভালো লাগে সেভাবেই আপনাদের জন্য বিটরুট সম্পর্কে বিস্তারিত সঠিকভাবে তুলে ধরলাম। আপনাদের সুবিধার্থে ও বেশি খোঁজাখুঁজি না করে আপনাদের ইচ্ছা অনুযায়ী পড়ার জন্য, নিচে সূচিপত্র দেওয়া আছে। সূচিপত্র অবশ্যই খেয়াল করেন ও আপনার প্রয়োজনীয় তথ্য জেনে নিন। 👇


পেজ সুছিপত্রঃ 🤷‍♀️ বিটরুট সম্পর্কে বিস্তারিত যেনে নিন 👀


বিটরুট কী ও এর চাহিদা কেমন

বিটরুট সবজিটি আমরা অনেকেই দেখে থাকি কিন্তু এই মূল সবজিটির নাম ওই চাহিদা সম্পর্কে অনেকেই আছেন যারা জানেন না। বিটরুট বিশেষ করে মাটির নিচে হয়ে থাকে। যেমনটা আমাদের অতি চিরচেনা সবজি গাজর বা মুলা যেভাবে হয়ে থাকে, ঠিক সেভাবেই বিটরুট এর জন্ম হয়। আর মাটির নিচে এর জন্ম হওয়ার কারণে একে মূল সবজি বলে থাকে। বিট রুট মূলত একটি শীতকালীন সবজি, তবে এটি এখন সারা বছরই পাওয়া যাচ্ছে। 


অনেক দেশে বিদেশে সারা বছরই এর অনেক চাহিদা। তবে এখন ধীরে ধীরে আমাদের দেশেও এই বিটরুট এর চাহিদা মানুষের কাছে প্রতিনিয়ত বেড়েই চলেছে। আর মানুষের চাহিদা বাড়বেই না কেন, এই সবজিটির উপকারিতা যে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। এটি দেখতে সাদামাটা হলেও এটি বিভিন্ন ধরনের ভিটামিন ও ক্যালোরিতে ভরপুর। মানুষের জীবনে বিভিন্ন সমস্যার সমাধান করতে সবজিটি নানান রকম ভাবে ভূমিকা পালন করে থাকে। এ কারণে এর চাহিদাও মানুষের কাছে ভরপুর ও এটি দামে খুব একটা বেশি না কম বললেই চলে। 


এটি দেখতে কেমন


বিটরুট ফলবা সবজিটি দেখতে কিছুটা লাটিমের মত, আবার এটা দেখতে কিছুটা গোলাকার বড় হাইব্রিড পেঁয়াজ এর মত দেখা যায় এই ফলটির উপরের রং সাধারণত গাঁড় লালচে ও বেগুনি রঙের হয়ে থাকে এবং ভেতরের অংশ লাল বা বেগুনি হয়ে থাকে তার সাথে মাঝে মাঝে সাদা ও দেখা যায়। 


এর ভেতরের অংশটি কেটে হাত দিলেই আপনি বুঝতে পারবেন আপনার হাতে লাল রং লেগে যাবে। এর ভেতরের রং দেখেই বোঝা যায় রক্ত কণিকা তৈরিতে এই ফলটি বা সবজিটি কত সহযোগিতা করে। এটি গোলাকার হয়ে থাকে।ফলটি মাটির নিচে জন্মায় এর উপরে পাতাগুলি সবুজ রঙের হয়ে থাকেন এবং ডাঁট গুলি লালছে বর্ণের হয়। 


বিটরুট খেলে কী কী উপকারিতা দেখা যাই


বিটরুট ফল বা সবজিটি ছোট হলেও  এর উপকারিতা অনেক। এতে রয়েছে অনেক ধরনের ভিটামিন  যা আমাদের অনেক সমস্যার সমাধানের উপকারিতাই আসে। রাতকানা রোগীদের জন্য বা যাদের চোখের সমস্যা আছে তাদের জন্য এই ফলটি অনেক উপকার। কারণ এতে রয়েছে ভিটামিন  A, ও খনিজ উপাদান। আমরা কম বেশি সকলেই জানি ভিটামিন A, ও খনিজ  রাতকানা রোগীদের জন্য অনেক উপকারি। 


যারা পুষ্টিহীনতায় ভোগে বা যাদের শরীর-স্বাস্থ্য ভালো না তাদের জন্য এই ফলটি অনেক উপকারি। কারন এতে রয়েছে অনেক কার্যকরী ভিটামিন ও পুষ্টিকর উপাদান। ভিটামিন B9 আমাদের শরীরে কোষ বৃদ্ধি করে আমাদের শরীরের গঠন বৃদ্ধি করে। বিটরুটে ভিটামিন C, আমাদের ত্বক ভালো রাখতে  সাহায্য করে, আপনার ত্বক কে  সুন্দর মসৃণ ও উজ্জ্বল করে তুলবে। আপনার চুল কে গোরা থেকে মজবুত ও ঘন করে তুলে। এছাড়াও এই ফলটি হার্ট ভালো রাখতে সাহায্য করে, এই ফলটি প্রতিনিয়ত খেলে আপনার শরীরের মেরুদন্ড মজবুত হবে। ক্যান্সারের প্রতিরোধ করতে জটিল  ভূমিকা পালন করে। বিটরুটে কিছু উপাদান আছে যেগুলো ক্যান্সারে কোষ বৃদ্ধিকে কিছুটা কমিয়ে দেয়, এ কারণে ক্যান্সারটি তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে না। 


বাতের রোগ প্রতিরোধেও বিটরুট কার্যকরী।এতে থাকা আন্টি-ইনফ্লোমেটারি শরীরের প্রদাহ কমায়, অতিরিক্ত প্রদাহ থাকার কারণে বাত হয়ে থাকে। বাত মূলত শরীরের জয়েন্টে হয় এবং বিটরুটে থাকা ইনফ্লোমেটারি  শরীরের প্রদাহ কমিয়ে বাত প্রতিরোধ করে থাকে। এতে উপস্থিত ভিটামিন B6, আমাদের মস্তিষ্ক সুস্থ রাখে ও কার্যকর করে তোলে। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধেও বিটরুট  এর ভূমিকা অনেক। এতে থাকা আইরন রক্ত হিমোগ্লোবিন বৃদ্ধি করে ও রক্ত চলাচল সচল রাখে। এটি নিয়মিত খেলে শরীরে অতিরিক্ত ওজন কমাতেও  সাহায্য করে। আপনার চোখের নিচের কালো দাগ দূর করতে ভূমিকা রাখে।এতে থাকা পটাশিয়াম আমাদের রক্তচাপ সঠিকভাবে পরিচালনা করে কোষ বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও বিটরুটে আরো অনেক উপাদান আছে যেগুলো আমাদের উপকারে আসে। 




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url