ডিজিটাল মার্কেটিং এর জন্য ওয়েবসাইট খোলা কেন প্রয়োজন ?


বর্তমানে আমরা যে যুগে বাস  করছি সেটি মূলত তথ্য ও প্রযুক্তির যুগ। আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট এবং ডিজিটাল একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিনোদন, তথ্য সংগ্রহ থেকে শুরু করে কেনাকাটা পর্যন্ত সবকিছুই এখন হাতের  মুঠোয় আনতে অনলাইন মাধ্যম গুলোর অবদান এখন অনস্বীকার্য। এই ডিজিটাল যুগে টিকে থাকার জন্য ডিজিটাল মার্কেটিং এর অবদান অনেক। মার্কেটিং মূলত  একটি সুগঠিত কার্যকরী ও মানববন্ধন ওয়েবসাইট 



পোস্ট সুচিপত্র: একটি ওয়েবসাইট  খুলতে কী কী দরকার

০১ঃডিজিটাল মার্কেটিং কি এবং কেন গুরুত্বপূর্ণ 

ডিজিটাল মার্কেটিং হোল এমন একটি সেক্টর যেখানে আপনি ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে  কষ্ট করে বাইরে না গিয়েই খুব সহজেই ঘরে বসেই আপনার যাবতীয়  পণ্য ও সেবা বিপন করার  একটি মাধ্যম।সহজভাবে বলতে গেলে, এটি একটি অনলাইনে মার্কেটিং  পদ্ধতি যেখানে  বিভিন্ন ধরনের ডিজিটাল চ্যানেল ব্যাবহার করে কাস্টমার দের কাছে তাদের জাবতিও পণ্য ও সেবা বিপন করা  হই ।


ডিজিটাল মার্কেটিং হল বর্তমানের  সবথেকে জনপ্রিয়  ও কার্যকর  মার্কেটিং কৌশল ।কারন এতে কম খরচে ও স্বল্প  সময়ে  নিজের নির্দিষ্ট লক্ষে পোঁছানো যাই।




০২ঃওয়েবসাইট খোলার জন্য ডোমেন  নাম নির্বাচন
ওয়েবসাইট খোলার জন্য অবশ্যই আপনাকে ডোমেন  নাম নির্বাচন করতে হবে, কারণ ডোমেন নাম ছাড়া ব্যবহারকারীরা ইন্টারনেটে আপনার সাইট টি খুঁজে পাবে না। ব্যবহারকারী আপনার সাইট টি যেন খুঁজে পাই সেজন্য ডোমেন  নাম নির্বাচন করা দরকার ও  এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ধাপ।আবার অনেকে প্রশ্ন করে যে কি ধরনের ডোমেন নাম বাছাই করব? সচারচর আপনার ডোমেন নামটি এমন  শব্দের হতে হবে যেন মানুষ সেই নামটি খুব সহজেই মনে রাখতে পারে এবং অবশ্যই সংখ্যায় ছোট হতে হবে। 



💡ডোমেন নাম যে ভাবে নির্বাচন করবেন  নিচের ছবিতে দেখুন⬇️


✅প্রথমে আপনি google অথবা chrome গিয়ে

এই লিংক থেকে ঢুকুন অথবা Namecheap লিখে সার্চ দিন এবং ওয়েবসাইট এ প্রবেস করুন।


 ✅ওয়েবসাইট এ প্রবেস করার পরে সার্চ অপশন এ গিয়ে আপনার ডোমেন নাম টি নির্বাচন করে 

⚫বিকাশ ,নগদ ও আর অন্যান্য মাধ্যমে ক্রয় করুন।
 



০৩ঃ ওয়ার্ডপ্রেস (Wordpress) নাকি ব্লগার (Blogger) কনটা ভাল
ওয়ার্ডপ্রেস (Wordpress)  বা ব্লগার (Blogger) এই দুটোই ব্লগ  চালানোর জন্য খুব ভালো একটি প্লাটফর্ম তবে এই দুটোর মধ্যে কোনটা ভালো হবে ওয়ার্ডপ্রেস নাকি ব্লগ সেটি নির্ভর করবে কাজের উপর ও আপনার দক্ষতার উপর। আপনি আপনার ওয়েবসাইটকে ভবিষ্যতে কত দূরে  নিয়ে যেতে চান তার উপর ভিত্তি করবে। 



🔲ওয়ার্ডপ্রেস(wordpress) এর সুবিধা গুলো যেনে নি
✔️ওয়ার্ডপ্রেস (Wordpress) এ আপনি নিজেই ডোমেইন ও হোস্টিং ক্রয় করে আপনার ইচ্ছেমত কাস্টমাইজ করতে পারবেন ।
✔️ওয়ার্ডপ্রেস(Wordpress) অ্যাকাউন্ট খুলে  আপনি আপনার সাইট এ  হাজার হাজার থিম ফিরিতে পেয়ে যাবেন।  
✔️খুব সহজে আপনি Yoast/Rantmath এর মত টুল দিয়ে SEO করতে পারবেন।



🔲 ব্লগার (blogger) এর সুবিধা সম্পর্কে যেনে নি।

✔️আপনি যদি ব্লগার (Blogger) ওয়েবসাইট খুলতে চান তাহলে আপনি শুধুমাত্র ডোমেইন নাম  কিনলেই  পেয়ে যাচ্ছেন ১৫ জিবি হোস্টিং একেবারেই ফ্রি।
 
✔️ব্লগার (Blogger) ওয়েবসাইট ব্যবহার করা সহজ ও নতুন ব্যবহারকারীদের জন্য অনেক ভালো ও উপযোগী। 

✔️আপনি যদি কনটেন্ট ভালোভাবে লিখেন অমানুষের কাছে যদি আপনার কনটেন্ট গুলো ভালো লেগে থাকে তাহলে আপনি গুগল এডসেন্স (Google Addsens) খুলে খুব সহজেই ইনকাম করতে পারবেন 



০৪ঃওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর অসুবিধা

০১ঃ❌ওয়ার্ডপ্রেস (wordpress)ওসুবিধা
◾ওয়ার্ডপ্রেস একাউন্টে ডোমেন ও  হোস্টিং দুইটি কিনতে হয় তাই খরচ বেশি হয়। 
◾ওয়ার্ডপ্রেস(Wordpress) এ প্রথমে কাজ শেখা একটু কঠিন হয়ে থাকে 


০২ঃ❌ব্লগার (Blogger)ওসুবিধা
◾ব্লগার  (Blogger) ওয়েবসাইটে ডোমেন কিনলে হোস্টিং ফ্রীতে দেই এটি খুব অল্প সংখ্যক হওয়ার কারণে নিজের ইচ্ছামত ভিডিও  ও অধিক কনটেন্ট পোস্ট করা যায় না । অধিক অংশে বড় ও প্রফেশনাল প্রজেক্টের জন্য  উপযুক্ত নয়। আপনি যদি কোন ক্ষেত্রে কারো পোস্ট কপি করেন বা অজানা ভুলের কারণে google যে কোন সময়  আপনার ওয়েবসাইটটি ব্লক করে দিতে পারে। 



০৫ঃ শেষ কথা 

বর্তমান যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ ইন্টারনেট প্রতিটি মুহূর্তে মানুষের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গড়ে উঠেছে। বর্তমান বিশ্বে একটি ওয়েবসাইট  থাকা মানে এখন অনেক বড় একটি ব্যাপার। একটি মানুষের ব্যবসার ভার্চুয়াল ঠিকানায় হল একটি ওয়েবসাইট। একজন মানুষ যদি সফল উদ্যোক্তা হয়ে তার ব্যবসার পণ্য সে প্রচার করে লাভবান হতে চাই ও মানুষকে সেবা প্রচার করতে চায় তাহলে তার একটি নিজস্ব ওয়েবসাইট থাকা অবশ্যই প্রয়োজন।একটি ওয়েবসাইট একজন মানুষের জীবনে একটি শক্তিশালী মাধ্যম হতে পারে।



একটি ওয়েবসাইট খোলা এখন অনেক সহজ।তবে একটি সফল ওয়েবসাইট গড়ে তোলা অনেক কঠিন কিছু না আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি সব বিষই ভালোভাবে নিজের আগ্রহের সাথে গুরুত্ব সহকারে বুঝে থাকেন তাহলে একটি সফল ওয়েবসাইট গড়ে তুলতে পারবেন। আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে ডোমেইন -হোস্টিং কি ডোমেইন নাম নির্বাচন হোস্টিং নির্বাচন ওয়েব সাইটের উদ্দেশ্য কি।কনটেন্ট তৈরি করার নিয়ম ডিজাইন এবং ব্যবহার  করার অভিজ্ঞতা এই সবগুলো বিষয়ে আপনার ওয়েবসাইটকে সফল ওয়েবসাইটে গড়ে তুলতে সাহায্য করে। 



এছাড়াও আপনি কোন প্লাটফর্ম ব্যবহার করবেন (ওয়ার্ডপ্রেস) নাকি (ব্লগার) এটাও অনেক গুরুত্বপূর্ণ দিক। আপনি যে প্লাটফর্মে কাজ করবেন তার সুবিধা-অসুবিধা কি তা জেনে রাখা জরুরি। আপনি আপনার স্বপ্ন লক্ষের উপর ভিত্তি করে ধৈর্য ও মনোযোগ এর মাধ্যমে গড়ে তুলতে পারবেন সফল ও প্রভাবশীল একটি ওয়েবসাইট। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url